৫ দিন বিদ্যুৎ নেই জুরাইছড়ি-বরকলে

দুর্ভোগ চরমে

0

টানা পাঁচ দিন রাঙামাটির বরকল ও জুরাইছড়ি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ লাইন নষ্ট থাকায় ও মেরামত করতে না পারায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি।

কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের আবাসিক প্রকৌশলী মোঃ আশিকুর রহমান (মজিদ) বলেন, আবহাওয়া খারাপ হলে লাইনে সমস্যা দেখা দেয়। দুর্গমতার কারণে ইচ্ছে থাকলেও লাইন সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়ে ওঠে না। তবে যত দ্রুত সম্ভব লাইন মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানান, খারাপ আবহাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ লাইনে গত কয়েকদিন নিয়মিত বিদ্যুৎ দেয়া সম্ভব হয়নি। তবে আজ (সোমবার) আবহাওয়া ভালো ছিল। তাই লাইন চেক করার জন্য দুটি দল পাঠানো হয়েছে।

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM