হালদায় ৮ হাজার মিটার চরঘেরা জাল জব্দ

0

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে প্রায় ৮ হাজার মিটার ‘চরঘেরা’ জাল জব্দ করেছে নৌ পুলিশ। হালদা নদীর মোহনা, কচুখাইন, ছায়ারচর, ও মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো দাবিদারহীন জালগুলো উদ্ধার করা হয়।

সোমবার (১৩ জুন) ভোর ৫টা থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত টানা তিন ঘন্টা অবিযান চালিয়ে এসব জাল উদ্ধারের তথ্র দিয়েছেন হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই ওমর ফারুক।

তিনি বলেন, হালদা নদীতে মাছ ধরতে চোরা শিকারিরা ঘেরা জাল, ফিক্সড ইঞ্জিন ও চরঘেরা জাল ব্যবহার করছে এমন অভিযোগ পেয়ে ভোরে অবিযান চালায় নৌ পুলিশের টিম।

অভিযানে এক হাজার মিটার করে ৮টি দীর্ঘ আকৃতির চরঘেরা জাল জব্দ করা হয়। মা মাছ রক্ষায় হালদা নদীতে অভিযান ও টহল অব্যহত থাকবে বলে জানান এ পুলিম কর্মকর্তা।

জেএন/টিটি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM