দেশে মৃত্যুহীন দিনে ৭১ জনের করোনা শনাক্ত

0

সারাদেশে ২৪ ঘন্টা ব্যবধানে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত একদিনে নতুন করে ৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫৪ হাজার ৬ জন। তবে বাংলাদেশে ১০ জুন সকাল ৮টা থেকে ১১ জুন সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ অপরিবর্তিত আছে।

শনিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় গেল ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ১১০ জন রোগী করোনা ভাইরাস মুক্ত হয়েছেন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ১৭৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।
জেএন/টিটি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM