দীঘিনালায় দোকানির মস্তকবিহীন লাশ উদ্ধার

0

খাগড়াছড়ির দীঘিনালায় সড়কের পাশ থেকে এক চা দোকানির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা শুক্রবার (১০ জুন) সকালে উপজেলার মেরুং ব্রীজ সংলগ্ন হাজাছড়া এলাকায় সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

জানা গেছে, নিহত চা দোকানির নাম জাহাঙ্গীর আলম। তিনি হাজাছড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি ছোট মেরুং বাজারে চায়ের দোকান করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মেরুংয়ে হাটবার ছিল। সে কারণে রাতে বাড়িতে ফিরতে দেরি হয় তার। ধারণা করা হচ্ছে, বাড়ি ফেরার পথেই তাকে হত্যা করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহমদ জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM