মিরসরাইতে স্বাস্থ্য বিভাগের অভিযানে ৩ ল্যাবসহ ৫ প্রতিষ্ঠান বন্ধ

0

চট্টগ্রামের মিরসরাইতে অনুনোমিত অবৈধ ল্যাব/ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য বিভাগ।
অভিযানে নিবন্ধনহীন ৩টি ডায়াগনস্টিক সেন্টার, একটি হাসপাতাল ও একটি ফিজিওথেরাপি সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিনের নের্তৃত্বে আজ শনিবার (৪ জুন) বেলা ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা প্রায় আড়াই ঘন্টার অভিযানে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়।

বন্ধ প্রতিষ্ঠানগুলো হলো, বড়তাকিয়া চক্ষু হাসপাতাল, নিউ মোহাম্মদিয়া ল্যাব, আবুতোরাব ডায়াগনস্টিক সেন্টার, রিয়েল ডায়াগনস্টিক সেন্টার ও মিরসরাই ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার।

এসব তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজুর রহমান। তিনি জানান, উপজেলা ব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএন/টিটি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM