জুরাইনে ভাবিকে কুপিয়ে মারল দেবর

0

রাজধানীর পশ্চিম জুরাইনে দেবরের দায়ের কোপে নাজমা আক্তার (৩২) নামে গৃহবধূ খুন হয়েছেন।

শনিবার (৪ জুন) সকালে আইসি গেট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করা হয়েছে।

স্বজনরা জানায়, সকালে বাসায় নাজমা নাশতা তৈরি করছিলেন। সে সময় দেবর সেন্টু দা দিয়ে নাজমার পিঠে, বুকসহ শরীরে কয়েকটি আঘাত করে। এ সময় তাকে বাঁচাতে গেলে আরেক দেবর নাসির আহমেদ সোহেল (৩০) ও দেবরের স্ত্রী সাদিয়া আক্তার রিমাও (২৫) আহত হয়েছেন। পরে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে যায়। তবে পথেই মারা যান নাজমা।

এদিকে নাজমার আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM