নেইমারের জোড়া গোলে উড়ে গেল দ.কোরিয়া

0

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পিএসজির তারকা ও ব্রাজিলের অন্যতম ফুটবলার নেইমারের জোড়া গোলে উড়ে গেল দক্ষিণ কোরিয়া।

সিউলে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য পিএসজি তারকার দুটি গোলই হয়েছে পেনাল্টি থেকে।

অপর তিন গোল এসেছে রিচার্লিসন, নেইমারের পরিবর্তে মাঠে নামা কৌতিনহো এবং রাফিনহার পরিবর্তে মাঠে নামা গ্যাব্রিয়েল হেসুসের পা থেকে।

প্রথমার্ধ শেষ হয়েছিল ২-১ গোলে। ৭ম মিনিটে রিচার্লিসনের গোলের পর ৩১তম মিনিটে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরে হাং উই জু-এর গোলে। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার।

৫৭ তম মিনিটে আবারও পেনাল্টি। এবারও স্পট কিক নেন নেইমার এবং ব্রাজিল এগিয়ে গেলো ৩-১ গোলে। ৮০তম মিনিটে নেইমারের পরিবর্তে নামা কৌতিনহো করেন চতুর্থ গোল।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও একটি গোল করে কোরিয়ার কোফিনে শেষ পেরেক ঠোকেন গ্যাব্রিয়েল জেসুস। ফলে শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল হার নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

জেএন/টিটি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM