হিযবুত তাহরীর সদস্য রিমাণ্ডে

0

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য আমিরুজ্জামান পারভেজকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমাণ্ডের অনুমতি পেয়েছে র‌্যাব। সোমবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমান এ আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, র‌্যাবের আবেদনের প্রেক্ষিতে আমিরুজ্জামান পারভেজকে জিজ্ঞাসাবাদ করতে জন্য দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ৩০ আগস্ট বিকেলে নগরের কাজির দেউড়ি এলাকা থেকে পারভেজকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উসকানিমূলক বই, লিফলেট, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা হয়। আমিরুজ্জামান পারভেজ স্টেডিয়াম মার্কেটের একটি ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থী।

 

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM