শেষ দিনের লড়াইয়ে মাঠে বাংলাদেশ

0

চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের লক্ষ্য দ্রুত শ্রীলঙ্কাকে অলআউট করা।

২ উইকেট হারিয়ে ৫৩ রানে ব্যাট করছে শ্রীলঙ্কানরা। ক্রিজে আছেন করুনারত্নে ও কুশাল মেন্ডিস।

এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নেয় বাংলাদেশ। এরপর মাত্র ৩৯ রানে লঙ্কানদের দুই উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।

প্রথম ইনিংসে লঙ্কানরা ব্যাট করতে নেমে ৩৯৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং মাহমুদুল হাসান জয় ও লিটন দাসের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ৪৬৫ রান তোলে টাইগাররা।

এন-কে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM