উত্তর কোরিয়ায় সরকারি কর্মকর্তাদের ‘অবহেলা-নিষ্ক্রিয়তায়’ দ্রুত ছড়িয়েছে করোনা!

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বলেছেন, তাঁর দেশের নভেল করোনাভাইরাস পরিস্থিতির অবনতির জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের অবহেলা ও অলসতা দায়ী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ বুধবার জানায়, দেশটিতে কোভিড রোগে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়ানোর পরিপ্রেক্ষিতে কিম এ কথা বলেন।

- Advertisement -

পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া গত সপ্তাহে প্রথম বারের মতো করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা জানায়। বিশ্বব্যাপী এ মহামারি শুরু হওয়ার পর দুই বছর পর দেশটিতে বর্তমানে করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে।

- Advertisement -google news follower

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন দলের পলিটব্যুরোর এক বৈঠকে সভাপতিত্ব করার সময় কিম জং উন বলেন, এ সংকটপূর্ণ পরিস্থিতি সৃষ্টির ক্ষেত্রে রাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের ‘অপরিপক্কতা’ দায়ী এবং এজন্য তিনি উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের ‘নেতিবাচক দৃষ্টিভঙ্গি, দায়িত্বের অবহেলা ও নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন।’

কেসিএনএ আরও জানায়, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উত্তর কোরিয়ায় নতুন করে দুই লাখ ৩২ হাজার ৮৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ১৭ লাখ ২০ হাজারে দাঁড়ালো। এদিকে, করোনাভাইরাসে উত্তর কোরিয়ায় ৬২ জন প্রাণ হারিয়েছে বলে এএফপি জানিয়েছে।

- Advertisement -islamibank

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM