চান্দগাঁওয়ে দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ১৮৫ গ্রাম আইস

নগরের চান্দগাঁওয়ে ১৮৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (১৭ মে) রাতে বাদামতল ইব্রাহীম সওদাগরের বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেফতাররা হলেন রাঙ্গুনিয়া ছাদেকনগরের গাবতল এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো.ফারুক (৩৮) ও টেকনাফের মধ্যম হ্নীলা হোয়াক্যং নয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. হামিদ হোসেন (২৮)।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো. হামিদ হোসেন ও মো. ফারুককে গ্রেফতার করা হয়। এসময় হামিদের দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও মো. ফারুকের দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ৮৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথের দাম আনুমানিক ১৮ লাখ ৫০ হাজার টাকা। আসামিরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আইস সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM