আসছে ব্রিটিশ রাজ পরিবারের সপ্তম উত্তরসূরি

0

বিয়ের পাঁচ মাসের মাথায় গর্ভধারণ করার সুসংবাদ দিলেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। আগামী বসন্তেই তিনি মা হচ্ছেন বলে লন্ডনের কেনসিংটন প্রাসাদ থেকে ঘোষণা করা হয়েছে।

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল অস্ট্রেলিয়া ভ্রমণে যাওয়ার পরপরই এই খবর ঘোষণা করা হলো।

গত মে মাসে এই দম্পতির বিবাহের সময় থেকে পুরো বিশ্ব যে পরিমাণ সমর্থন দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কেনসিংটন প্রাসাদ। এই সুসংবাদ সবার সঙ্গে ভাগ করতে পেরে তারা আনন্দিত।

হ্যারি-মেগানের অনাগত এই সন্তান রাজপরিবারের সপ্তম উত্তরসূরি।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM