বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে বাসে আগুন, নিহত ৪

ভারতের বৈষ্ণোদেবী যাওয়ার পথে তীর্থযাত্রীদের বাসে ভয়ংকর অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন চারজন। গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।

- Advertisement -

শুক্রবার (১৩ মে) জম্মু ও কাশ্মীরের খরমল এলাকায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি

- Advertisement -google news follower

জম্মু ও কাশ্মীরের রিয়াসির ডেপুটি কমিশনার বাবিলা রকওয়াল জানান, তীব্র গরমে বাসের পেট্রল ট্যাঙ্কে বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে। ইঞ্জিন থেকেই দ্রুত বাসে আগুন ধরে যায় বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। এ ঘটনায় গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এই দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জুম্মু পুলিশ।

- Advertisement -islamibank

এ ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন। একইসঙ্গে সবরকম ভাবে আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এর আগেও, চলতি বছরের শুরুতেই বৈষ্ণোদেবী মন্দির চত্বরে তীর্থযাত্রীদের দুই গ্রুপের সংঘর্ষে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছিল তখন। আহত হয়েছিলেন ১৩ জন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM