২৬০০ রুশ সেনা ও তাদের পরিবারের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইউক্রেনের বুচা শহরে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনে রাশিয়া ও বেলারুশের প্রায় ২ হাজার ৬০০ সামরিক কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

- Advertisement -

রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দিয়েছেন।

- Advertisement -google news follower

নতুন আরোপ করা ভিসা বিধিনিষেধের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুশ সামরিক বাহিনীর ২ হাজার ৫৯৬ সদস্য এবং বেলারুশের ১৩ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সেনা সদস্যদের পরিবারের সদস্যরাও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

- Advertisement -islamibank

ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ‘রুশ সামরিক অভিযানে বুচায় যারা সাধারণ নাগরিকের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

সম্প্রতি রয়টার্স বুচা দখল করা সেনাদের বিস্তারিত উল্লেখ করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ সেনারা বুচা ছেড়ে যাওয়ার পর শত শত বেসামরিক লোককে সেখানে মৃত অবস্থায় পাওয়া গেছে।

রুশ কর্মকর্তারা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM