বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সমাজকল্যাণমন্ত্রী

0

এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদকে। এর আগে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (৭ মে) রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন সমাজকল্যাণমন্ত্রী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান।

এর আগে শনিবার রাতে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটের আদিতমারী মহিষখোঁচায় একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যাওয়ার পর রাত ১২টার দিকে এক নৈশভোজে উপস্থিত হন। সেখানে বুকে ব্যথা অনুভব করলে তাকে রংপুরে মেডিকেলে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ১০ দিনের সফরে নির্বাচনী এলাকায় যান সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

এন-কে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM