গাড়ি চালিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় : তথ্যমন্ত্রী

0

ঈদের দিন নিজে গাড়ি চালিয়ে গ্রাম ঘুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিজ গ্রাম সুখবিলাসসহ আশপাশের বিভিন্ন এলাকায় আত্মীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

মঙ্গলবার দুপুরের পর সহধর্মী নুরান ফাতেমাকে সঙ্গে নিয়ে তথ্যমন্ত্রী গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।

এর আগে সকাল সাড়ে আটটায় সুখবিলাস ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি। পরে সুখবিলাসস্থ বাড়িতে আত্মীয়-স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ড. হাছান মাহমুদ।

আগত অতিথিদের নানা পদের নাস্তা, সেমাই ও বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করেন তিনি।

তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, বিকেলে সহধর্মী নুরান ফাতিমাকে সঙ্গে নিয়ে সুখবিলাসসহ আশপাশের গ্রামবাসীকে সাথে নিয়ে বের হন তথ্যমন্ত্রী।

এ সময়ে একটি লাল রঙের খোলা জিপ নিজেই চালাচ্ছিলেন তিনি। তার সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীরাও ছিলেন।

এন-কে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM