ভারত-বাংলাদেশ সম্পর্কের সোনালী অধ্যায় পার করছে: সহকারী হাইকমিশনার

ভারত-বাংলাদেশ সম্পর্কের সোনালী অধ্যায় পার করছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

- Advertisement -

বুধবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় হযরত শাহসুফি শাহ আমানত খানের (র.) দরগাহ জেয়ারত শেষে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন দরগাহে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শাহজাদা ফরিদ উদ্দিন মুহাম্মদ আলী খান। রাজীব রঞ্জন মাথায় করে গিলাফ ও ফুল নিয়ে মাজারে প্রবেশ করেন। সেখানে তিনি ফুল ও গিলাফ দিয়ে শ্রদ্ধা জানান। শেষে মোনাজাত পরিচালনা করেন শাহজাদা ফরিদ উদ্দিন মো. আলী খান।

ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত ও দৃঢ়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে। মাজারে জিয়ারত এবং দুই দেশের মানুষের সুখ ও সৃমদ্ধি কামনা করেছি। এই উপমহাদেশের মানুষের মাঝে যেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান তা যেন অটুট থাকে।

- Advertisement -islamibank

ভারত-বাংলাদেশ সম্পর্কের সোনালী অধ্যায় পার করছে: সহকারী হাইকমিশনার

পরে ভারতীয় সহকারী হাইকমিশনার অসহায় ও দুস্থদের মাঝে ঈদের উপহার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা খাজা বেলায়েত উল্লাহ খান, আমান উদ্দিন আবদুল্লাহ, জিয়া উদ্দিন খান, খাদেমগণসহ অন্যরা।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM