রামুর বাঁকখালী নদীতে ডুবে ২ বোনের মৃত্যু

0

রামুর লম্বরীপাড়ায় বাঁকখালী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত তাসফিয়া নূর জোহরা (৯) ও জান্নাতুল মাওয়া (৫) একই পরিবারের আব্দুল করিমের মেয়ে।

জানা যায়, শুক্রবার সকাল ১০টায় পাঁচজন একসাথে নদীর পাড়ে যায়। এ সময় ৫ জনই দুঘর্টনাবশত পানিতে পড়ে যায়। এ ঘটনায় ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। এর কিছুক্ষণ পর নিখোঁজ তাসফিয়া নূর জোহরাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথেই তার মৃত্যু হয়।

অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টার পর জান্নাতুল মাওয়াকেও মৃত উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসআই জহির উদ্দিনের নেতৃত্বে রামু থানা পুলিশের একটি টিম।

আব্দুল করিম ফতেখাঁরকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খোন্দকার পাড়ার বাসিন্দা। তার সংসারে দুজন মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM