চট্টগ্রামে হঠাৎ বাড়ল করোনা সংক্রমণের হার

0

চট্টগ্রামে হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ১৬৫ নমুনা পরীক্ষায় দুইজনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০ দশমিক ১২ শতাংশ। এর আগে শুক্রবার কারো করোনা শনাক্ত হয়নি।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ব্যক্তিরা নগরের বাসিন্দা। তবে বরাবরের মতো এদিনও ছিল না কোনো করোনা রোগীর মৃত্যু।

শনিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৬ জন। এর মধ্যে ৯২ হাজার ৯৮ জন নগরের এবং ৩৪ হাজার ৫৩৮ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM