নানা আয়োজনে চট্টগ্রামে স্বাধীনতা দিবস উদযাপন

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বাঙালির গৌরবদীপ্ত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। শনিবার (২৬ মার্চ) ভোর ৬টা ১মিনিটে তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

- Advertisement -

নগরের সিটি করপোরেশন মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ মাঠে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।

- Advertisement -google news follower

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধে প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। প্রথমে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, মহানগর বিএনপি, উত্তর জেলা আওয়ামী লীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

- Advertisement -islamibank

এছাড়াও শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, দুর্নীতি দমন কমিশন, জীবন বীমা করপোরেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জয়নিউজ/হিমেল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM