খাগড়াছড়িতে যুবদলের মিছিলে পুলিশের বাধা

0

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে দেয়া সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা যুবদল।

রোববার (১৪ অক্টোবর) সকাল ১১টায় শহরের কলাবাগান এলাকার মিল্লাত চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে গণপূর্ত বিভাগের সামনে আসলে পুলিশ বাধা দেয় এবং পরে তারা সেখানে অবস্থান নিয়ে সমাবেশ করে।

জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমাসহ যুবদল নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আফসার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কুহেলী দেওয়ান।

জয়নিউজ-

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM