ভারতে কাঠের গোডাউনে আগুন, পুড়ে অঙ্গার ১১ শ্রমিক

0

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি কাঠের গোডাউনে আগুন লেগে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২২ মার্চ) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের ভোইগুড়ায় আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।

ঘটনাস্থল থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জয়নিউজ/পিডি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×