মেক্সিকোয় ১০১ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

মেক্সিকোর ডুরাংগো প্রদেশে ১০১ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৮৫ জন যাত্রী। তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৩১ জুলাই) স্থানীয় সময় বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

প্রদেশটির গভর্নর হোসে অ্যাইসপুরো এক টুইট বার্তায় জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি। তবে ৮৫ জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

- Advertisement -google news follower

বিধ্বস্ত হওয়া অ্যারো-মেক্সিকোর বিমানটি গুয়াদালুপ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেক্সিকো সিটির দিকে যাচ্ছিল। বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ছয় মাইল দূরত্বে এটি বিধ্বস্ত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে। প্রবল বজ্রপাত থেকে বাঁচতে জরুরি অবতরণ করতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ৯৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM