মুক্তিযুদ্ধের চেতনা লালন করা আর বিশ্বাস করা এক নয়: মেয়র

চট্টগ্রাম ‍সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা লালন করা আর বিশ্বাস করা এক নয়। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতেন না।

- Advertisement -

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের আদর্শে লালিত চট্টগ্রামের সাংবাদিক সমাজ’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব বলেন।

- Advertisement -google news follower

মেয়র নাছির বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতেন না বলেই গোলাম আজমকে দেশে এনেছেন। শাহ আজিজকে মন্ত্রী বানিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনাধারীরা কখনো বিএনপির নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিতে পারে না।

https://www.facebook.com/joynewsbd/videos/1912522632187902/

- Advertisement -islamibank

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়ে মেয়র বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা মনোনীত চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের বিজয়ী করুন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সরকার গঠনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সুযোগ দিন। দিন শেষে সাংবাদিকরা এ দেশের নাগরিক। সাংবাদিকদের সমর্থন সমাজে অনেক প্রভাব ফেলবে। চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের সমর্থন দিলে সরকার গঠন সহজ হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুকলাল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিকরা ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী ডা. আফছারুল আমিন ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী এম এ লতিফ।

জয়নিউজ/ফারুক/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM