মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক কনস্টেবল নিহত

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নুরুল আমিন নামে (৫৯) এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বারইয়ারহাট গাছ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন ফেনী জেলার পরশুরাম থানার রামপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট গাছ বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক কনস্টেবল নুরুল আমিন। এসময় ফেনীর দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা জসীম সওদাগরের দোকানের সামনে নুরুল আমিনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মাস্তাননগর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু ছালেহ মোহাম্মদ শামছুদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। সিএনজিচালিত অটোরিকশাটি আটক এবং চালককে গ্রেফতারে অভিযান চলছে। রাত ৯টায় জোরারগঞ্জ থানা প্রাঙ্গণে নুরুল আমিনের জানাজা সম্পন্ন হয় বলেও জানান তিনি।

জয়নিউজ/কাশ্মীর/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM