ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৬৫ জনের মৃত্যু

ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)এই দুর্ঘটনার খবর জানিয়েছে।

- Advertisement -

ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (১০ মে) ভূমধ্যসাগরে ওই নৌকাডুবির ঘটনায় আহত ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা বলছেন, বৃহস্পতিবার (৯ মে) লিবিয়ার জুওয়ারা উপকূল থেকে যাত্রা শুরু করে শরণার্থীবোঝাই নৌকাটি। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই সাগরের উত্তাল ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি।

- Advertisement -google news follower

ইউএনএইচসিআর জানিয়েছে, লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যাসাগরের ওই সমুদ্রপথে চলতি বছরের প্রথম ৪ মাসে নৌকাডুবির ঘটনায় ১৬৪ জন শরণার্থী প্রাণ হারিয়েছে। তবে এবারের দুর্ঘটনাটিকে বছরের সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে অভিহিত করছে সংস্থাটি।

দেশটির নৌবাহিনী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM