বিলাইছড়িতে বেগম রোকেয়া দিবস পালিত

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

- Advertisement -

রোববার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০১৮ যৌথভাবে এ দিবস পালন করেন।

- Advertisement -google news follower

দিবসটি উপলক্ষে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমর জীব চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কেংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুদেব দাশ ও বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান।

- Advertisement -islamibank

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বিউটিফিকেশনের প্রশিক্ষক ইয়াশিকা চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা সংস্থার অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর সাধন তঞ্চঙ্গ্যা।

এতে সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য উপজেলার চার নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জয়নিউজ/অসীম/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM