বনানীর আগুনে নিহত হলেন যারা

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুনে নিহতদের সবার পরিচয় জানা গেছে।

- Advertisement -

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নিহত ২৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।

- Advertisement -google news follower

নিহতরা হলেন- সৈয়দা আমিনা ইয়াসমিন (৪৮), তানজিলা মৌলি (২৫), পারভেজ সাজ্জাদ (৪৬), শ্রীলঙ্কার নাগরিক হিরস বিগ্নারাজা (৩৫), মো. সালাউদ্দীন মিঠু (২৫), নাহিদুল ইসলাম তুষার (৩৫), রেজাউল করিম রাজু (৪০), আহম্মদ জাফর (৫৯), জেবুন্নেছা (৩০), মো. মোস্তাফিজুর রহমান (৩৬), মো. মনির হোসেন সর্দার (৫২), মো. মাকসুদুর রহমান (৩২), ফ্লোরিডা খানম পলি (৪৫), আতাউর রহমান (৬২), মো. মিজানুর রহমান, আনজির সিদ্দিক আবীর, আবদুল্লাহ আল ফারুক, রুমকি আক্তার (৩০), মো. মঞ্জুর হোসেন, মো. ইফতিখার হোসেন মিঠু (৩৭), শেখ জারিন তাসনিম (২৫), মো. ফজলে রাব্বি (৩০), আতিকুর রহমান (৪২), মো. আইয়ূব আলী এবং আবদুল্লাহ আল মামুন।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, এটাই চূড়ান্ত তালিকা। এর বাইরে আর কেউ নিখোঁজ নেই।

- Advertisement -islamibank

এর আগে ফারুক রূপায়ণ (এফ আর) টাওয়ারে বৃহস্পতিবার বেলা একটার দিকে আগুন লাগে। সন্ধ্যার দিকে তা নিয়ন্ত্রণে আসে। এরপর ভবনটির বিভিন্ন তলায় প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় একের পর এক লাশ উদ্ধার করা হয়।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM