পেকুয়ায় ভোটকেন্দ্রের বাইরে গুলি, আহত ৪

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদে নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধ হন।

- Advertisement -

রোববার (২৪ মার্চ) সকাল ৯টায় উপজেলার মগনামায় ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

গুলিবিদ্ধরা হলেন- আবুল হোছেন, ছাদেক, বদি আলম ও রমিজ। তারা ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, দুই প্রভাবশালী চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

- Advertisement -islamibank

ওই ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আহত হয়েছে কি-না জানা নেই।

প্রিসাইডিং কর্মকর্তা ওসমান গনি বলেন, কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাইরে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। যার কারণে ভোটার শূন্য অবস্থায় রয়েছে কেন্দ্রটি। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবগত করেছি।

জয়নিউজ/গিয়াস/বিশু/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM