পরমাণু অস্ত্রের উন্নয়নে খরচ বাড়াচ্ছে আমেরিকা

মার্কিন সরকার পরমাণু অস্ত্র উন্নত করা এবং তা সংরক্ষণে আরো ৫০ হাজার কোটি ডলার খরচের পরিকল্পনা নিয়েছে। আগামী এক দশকে পরমাণু অস্ত্রের পেছনে এ অর্থ খরচ করা হবে।

- Advertisement -

২০১৭ সালে প্রকাশিত রিপোর্টে এ খাতে খরচের যে হিসাব দেওয়া হয়েছিল তার চেয়ে ব্যয় বাড়ছে শতকরা ২৩ ভাগ। সে সময় বলা হয়েছিল, এক দশকে পরমাণু অস্ত্রের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ৪০ হাজার কোটি ডলার খরচ হবে। কিন্তু এখন তা বাড়িয়ে ৪৯ হাজার ৪০০ কোটি ডলারে নেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

২০১৭ সালে খরচের যে সম্ভাব্য হিসাব দেওয়া হয়েছিল ২০১৫ সালের চেয়ে তা শতকরা ১৫ ভাগ বেশি ছিল। অর্থাৎ সববারই পরমাণু অস্ত্রের উন্নয়নে সম্ভাব্য খরচের পরিমাণ বাড়ানো হয়েছে।

আমেরিকা যেসব পরমাণু অস্ত্র উন্নত করতে চায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্লুটোনিয়াম পিট উৎপাদন বাড়ানো।

- Advertisement -islamibank

এছাড়া পরমাণু অস্ত্র উন্নত করার কর্মসূচিতে বি-৮৩ বোমার মেয়াদ আগের চেয়েও দীর্ঘ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM