নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ২২ শিশুসহ নিহত ৬৬

নাইজেরিয়ায় কাদুনা প্রদেশে বন্দুকধারীদের গুলিতে ২২ শিশু ও ১২ জন নারীসহ ৬৬ জন নিহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে হামলার ঘটনার খবর নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরা খবরেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

- Advertisement -google news follower

আলজাজিরার খবরে বলা হয়, এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, ‘নিরাপত্তা সংস্থাগুলি আজ (শুক্রবার) প্রদেশের মারো গিদা ও কাজুরুতে হামলায় নিহত বিক্ষিপ্ত ৬৬টি মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে। হামলায় নিহতদের মধ্যে ২২টি শিশু ও ১২ জন নারী ছিল। তাছাড়া চারজন আহত ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

- Advertisement -islamibank

প্রসঙ্গত, এ হামলার পর দেশটির জাতীয় নির্বাচন কমিশন দেশটির প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM