‘ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে শান্তি আসবে’

মানুষ নিজ নিজ ধর্মের অনুশাসনগুলো মেনে চললে সমাজে শান্তি বিরাজ করবে বলে মন্তব্য করেছেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি।

- Advertisement -

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -google news follower

মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবক্তা হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাউজভাণ্ডারী (ক.) এর বার্ষিক ওরশ উপলক্ষে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাউজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় অনিন্দ্য ব্যানার্জি বলেন, বাংলাদেশে বহু জাতি-গোষ্ঠীর বসবাস। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত হলেও এ দেশে আবহমানকাল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলেমিশে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জীবনযাপন করছে। অনেক সম্প্রদায় রয়েছে, কিন্তু এ দেশে সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করে। সে হিসেবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের এক ঐতিহ্যকে ধারণ করে আছে। বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের অনেক মনিষী, অলি, যাজকরা অবদান রেখেছেন।

- Advertisement -islamibank

মাইজভাণ্ডারী একাডেমির সভাপতি ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জ্ঞানরত মহাথেরো, চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চ ডায়োসিসের আর্চবিশপ মডেস এমকস্তা সিএসসি।

স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অঞ্জন চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করেন মাওলানা মোহাম্মদ মুজিবুল হক, ডা. বরুণ কুমার আচার্য্য বলাই, বীরু বংশা ভিক্ষু ও রুবি পিনারো। হামদ পাঠ করেন হুমাউন রশিদ ফয়সাল। প্রেস বিজ্ঞপ্তি।

জয়নিউজ/বিশু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM