জনপ্রশাসন মন্ত্রণালয়ে শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

এ সময় শেখ হাসিনা বলেন, সরকার গঠনের পর থেকে সবসময় চেষ্টা করি মন্ত্রণালয়গুলো সরজমিনে দেখতে। জণগণের সেবা যেন তাদের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে চাই।

- Advertisement -google news follower

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদোন্নতিসহ বিভিন্ন নথি, প্রকল্প ও ১০০ দিনের কর্মসূচি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন। এসব বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনাও দেবেন বলে।

এছাড়া পাঁচ বিভাগ ও মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি।

- Advertisement -islamibank

সূত্র জানায়, নিজের মন্ত্রণালয় ও বিভাগ ছাড়াও পর্যায়ক্রমে প্রতিটি মন্ত্রণালয়ই পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের প্রতিটি মন্ত্রণালয় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সেসব কর্মসূচিসহ মন্ত্রণালয়ের অন্যান্য কার্যক্রমের খোঁজখবরও নেবেন তিনি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM