চবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন

বর্ণিল আয়োজনে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

- Advertisement -

এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে শেষ হয়।

- Advertisement -google news follower

পরে সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে চবি উপাচার্য কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

চবিসাসের সভাপতি সৈয়দ বায়েজিদ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার,  প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী, আইন অনুষদের ডিন আবু নোমান, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. সহিদ উল্যাহ।

- Advertisement -islamibank

এসময় চবিসাসের সাবেক নেতৃবৃন্দ বর্তমান সাংবাদিকদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্ত হয়। এছাড়া দ্বিতীয় পর্বে ব্যাডমিন্টন খেলা, আড্ডা, পিঠা ও ফানুস উৎসবের আয়োজন করা হয়।

জয়নিউজ/নবাব/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM