চন্দ্রঘোনায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৭ দোকান

চন্দ্রঘোনার কেপিএম আবাসিক এলাকার বারঘোনিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে।

- Advertisement -

রোববার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -google news follower

সূত্র জানায়, মার্কেটের লিটন সওদাগরের মুদির দোকান বা মজনু সওদাগরের কাপড়ের দোকান হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ১৭টি দোকানের সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কাপ্তাই, রাঙ্গুনিয়া ও কেপিএমের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -islamibank

ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকার বেশি হতে পারে বলে জানান ব্যবসায়ীরা।

জয়নিউজ/লাভলু/পলাশ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ