খাগড়াছড়িতে বৈসাবি উৎসবের উদ্বোধন

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বৈসাবি উৎসবের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক ফায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বৈসাবি উৎসবের মধ্যে দিয়ে পাহাড়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার  করার আহবান জানান।
জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হলে এসে শেষ হয়। পরে টাউন হল প্রাঙ্গণে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা ও ডিসপ্লে উপভোগ করেন।
উল্লেখ্য, পাহাড়ের আদিবাসী ‘ত্রিপুরা ভাষায় বৈসু, মারমা ভাষায় সাংগ্রাই এবং চাকমা ভাষায় বিঝু’ নামে এ উৎসব পালন হয়ে থাকে। তিন সম্প্রদায়ের নিজেস্ব ভাষার নামের প্রথম অক্ষর নিয়ে এ উৎসবকে ‘বৈসাবী’ বলা হয়।
জয়নিউজ/সবুজ/পলাশ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM