কিশোরীর সমাধিতে ষাঁড়ের খুলি!

মিশরে ৪ হাজার ৬০০ বছরের পুরানো পিরামিডের আশপাশ খুঁড়ে রহস্যময় একটি মানবকঙ্কালের খোঁজ পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা।

- Advertisement -

দেশটির রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে মেইডামে এক পিরামিডের কাছ থেকে এই কঙ্কালটি উদ্ধার করা হয়েছে।
পরীক্ষার পর জানা গেছে, কঙ্কালটি ১৩ বছরের একটি কিশোরীর। কঙ্কালের চারপাশ ছোট ছোট ইট দিয়ে তৈরি দেওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছিল।

- Advertisement -google news follower

তবে কতদিন আগে দেহ কবর দেওয়া হয়েছিল, তা সঠিক বুঝতে পারা যায়নি এখনও। যে পিরামিড লাগোয়া স্থানে কঙ্কালটি উদ্ধার হয়েছে, সেটি আজ থেকে প্রায় ৪ হাজার ৬০০ বছর আগের। তবে সেই সময়ে পিরামিডের ঠিক পাশেই এইভাবে সমাধি দেওয়ার রেওয়াজ ছিল না ।
কঙ্কালটির সঙ্গে গর্তের ভিতরে রয়েছে তিনটি ছোট মুখঢাকা পাত্র, মুখ বন্ধ করা প্যাপিরাস এবং আরও দু’টি খুলি।

দুটো খুলি সম্ভবত ষাঁড়ের। প্রাচীন মিশরীয় পৌরাণিক তত্ত্ব অনুযায়ী, ষাঁড় শক্তির প্রতীক। সাধারণত উচ্চ সামাজিক মর্যাদাপূর্ণ মানুষের কবরের সঙ্গে ষাঁড়ের খুলি দেওয়া হত।

- Advertisement -islamibank

ধারণা করা হচ্ছে, ওই কিশোরী সম্ভবত উচ্চবংশীয়। কিন্তু কিশোরীর পরিচয়ের থেকেও সমাধির অবস্থান নিয়েই বেশি চিন্তিত বিশেষজ্ঞরা।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM