আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক ছিন্ন

আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার সব কূটনীতিককে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন।

- Advertisement -

বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়ার পর আমেরিকা তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। এরপরই মাদুরো এ পদক্ষেপ নিয়েছেন। গাইডোর উদ্যোগকে ‘ক্যু’ হিসেবে অভিহিত করেছেন মাদুরো। একইসঙ্গে তাকে জেলে পাঠানোর হুমকি দিয়েছে সরকার।

- Advertisement -google news follower

মাদুরো দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার ভেতরে ষড়যন্ত্র করার জন্য আমেরিকাকে দায়ী করে আসছিলেন। তিনি অভিযোগ করছেন, সরকার উৎখাতের জন্য আমেরিকা বিরোধীদেরকে মদদ দিচ্ছে। তবে দেশের সামরিক বাহিনী প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM